ভোলা প্রতিনিধি\
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অপহরণের দু’দিন পর মাটি খুঁড়ে সুমন নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২জুন) দুপুরে উপজেলার পয়িা ইউনিয়নের একটি এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সুমন ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্স পড়–য়া ছাত্র।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিঠু নামে এক যুবককে আটক করেছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্র্জ (ওসি) মু. এনামুল হক জানান, গত ২০ জুন সন্ধ্যায় সুমন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি ফোন কল আসলে সুমন সেখান থেকে চলে যান। এরপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা তাকে। পরে পরিবারের প থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সোমবার দুপুরে পুলিশ সুমনের ফোন কল ট্রাকিং করে মিঠু নামে এক যুবককে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ উপজেলার পয়িা ইউনিয়নের একটি পানের বরজের মাটি খুঁড়ে সুমনের লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিঠু হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তবে কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
এদিকে এই হত্যাকান্ডের ঘটনায় পুরো এলাকায় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যে ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho