ভোলা প্রতিনিধি\
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৩০) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৩ জুন) বিকেলে তাকে দুলার হাট থেকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. দেলোয়ার হোসেন চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. জলিল মাঝির ছেলে।
থানা সূত্রে জানা যায়, দুলার হাট থানার আবু বক্কর পুর এলাকার এক কিশোরী তার নিজ গ্রামে খালের পাড়ে ছাগল আনতে গেলে জোরপ‚র্বক তুলে নিয়ে টংঘরে মধ্যে ধর্ষণ করে মো. দেলোয়ার। ভিকটিম কিশোরী দুলারহাট থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ধর্ষক মো. দেলোয়ার হোসেনকে আটক করে।
বর্তমানে ভিকটিম কিশোরী ও ধর্ষক দু’জনেই দুলারহাট থানা হেফাজতে রয়েছে। কিশোরীর ডাক্তারী পরীা শেষে আইনি প্রক্রিয়া শুরু হবে বলে দুলারহাট থানা সূত্র জানায় ।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।