শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ছবি বিকৃতিকারী যবিপ্রবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

রোকনুজ্জামান রিপন:/=

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। আজ বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সামনে মানববন্ধন করে এই দাবি জানিয়ে যশোর জেলা মুক্তমঞ্চ।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সালের ডেক্স ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি একাধিক স্থানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। বিষয়টির প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। আদালতের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত একটি তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। সেই প্রতিবেদনের ভিত্তিতে উচ্চ আদালত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনার ছয় মাসের বেশি সময় পার হলেও এখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য দ্রুত আইনগত ব্যবস্থা নিতে আজ মানববন্ধন করেছে যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ইসমে আজম শুভ, সংগঠনটির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্তর দে শুভ, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান, আহমেদ নিলয়, সাংগঠনিক সম্পাদক আসিফ হাসান, যবিপ্রবির ছাত্রলীগ নেতা এইচএম মারুফ হাসান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

বঙ্গবন্ধুর ছবি বিকৃতিকারী যবিপ্রবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রকাশের সময় : ০৮:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০

রোকনুজ্জামান রিপন:/=

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। আজ বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সামনে মানববন্ধন করে এই দাবি জানিয়ে যশোর জেলা মুক্তমঞ্চ।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সালের ডেক্স ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি একাধিক স্থানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। বিষয়টির প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। আদালতের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত একটি তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। সেই প্রতিবেদনের ভিত্তিতে উচ্চ আদালত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনার ছয় মাসের বেশি সময় পার হলেও এখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য দ্রুত আইনগত ব্যবস্থা নিতে আজ মানববন্ধন করেছে যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ইসমে আজম শুভ, সংগঠনটির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্তর দে শুভ, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান, আহমেদ নিলয়, সাংগঠনিক সম্পাদক আসিফ হাসান, যবিপ্রবির ছাত্রলীগ নেতা এইচএম মারুফ হাসান প্রমুখ।