
মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ/= লালমনিরহাট থেকে ভাইয়ের খোঁজে রংপুরের বদরগঞ্জে গিয়ে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ভাইয়ের ঠিকানায় পৌঁছে দেয়ার কথাবলে ওই ছাত্রীকে ধর্ষণ করে কয়েকজন লম্পট।এ ঘটনায় বুধবার (২৪ জুন) বদরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।এর আগে, মঙ্গলবার (২৩ জুন) দিনগত রাতে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের চুতরির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মেয়েটিকে উদ্ধারকারী এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটি এলাকা থেকে নবম শ্রেণির ওই স্কুলছাত্রী তার ভাইয়ের খোঁজে বাসযোগে বদরগঞ্জে যায়। সেখান থেকে মেয়েটি অটো গাড়িতে করে পার্বতীপুর উপজেলার খোলাহাটি এলাকায় যাওয়ার জন্য বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের চুতরির মোড়ে নামে। তখন রাত প্রায় সাড়ে ৮টা। এ সময় কয়েক যুবক মেয়েটির গতিবিধি দেখে কোথায় যাবে তা জানতে চায়। মেয়েটি জানায় তার বাড়ি লালমনিরহাট। খোলাহাটি এলাকায় তার বড় ভাই থাকেন। কিন্তু ঠিকানা পুরোপুরি বলতে পারেনি মেয়েটি।পরে, মেয়েটিকে ভাইয়ের ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা বলে একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ চালায় লম্পটরা। একপর্যায়ে মেয়েটি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে পাশের জনৈক এক ব্যক্তির বাড়িতে রেখে পালিয়ে যায় তাঁরা। পরে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।একটি সূত্র জানায়, এ অপকর্মের সঙ্গে জড়িত ছিল ওই এলাকার সোহাগ, সুমন, কাল্টু ও জসীম নামে কয়েকজন বখাটে যুবক।এদিকে, খবর পেয়ে বুধবার (২৪ জুন) দুপুরে লালমনিরহাট থেকে ছুটে যান ওই স্কুলছাত্রীর খালা-খালুসহ স্থানীয় ইউপি সদস্য।মেয়েটির খালা-খালু জানান, ৬ মাস বয়সে মেয়েটির মা মারা যায়। বাবা আরেকটি বিয়ে করে নিরুদ্দেশ হন। ছোটবেলা থেকে মেয়েটিকে নিজের সন্তানের মতো লালন-পালন করছি। আমাদেরকে বাবা-মা হিসেবে সে জানে। তাঁর বড় ভাই বাড়ি থেকে এসে খোলাহাটি এলাকায় বিয়ে করে সংসার পাতে। ভাইয়ের ঠিকানাও সে পুরোপুরি জানে না। আমাদের না জানিয়ে ভাইয়ের খোঁজে বাড়ি থেকে এসে মেয়েটি সর্বনাশের মুখে পড়লো। এবিষয়ে, বদরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, ভিকটিমকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। মেয়েটি বখাটে ছেলেদের চিনতে পারেনি। আবার সঠিকভাবে সবকিছু বলতেও পারছে না। এ নিয়ে আমরা বিপাকে পড়েছি।তিনি আরও বলেন, পরীক্ষার জন্য মেয়েটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। স্বজনরা অভিযোগ দিলে মামলা নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।