সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শামীম উল আলম করোনা আক্রান্ত

রোকনুজ্জামান রিপন:/=

ঢাকা কাস্টম হাউসে কর্মরত সহকারী কমিশনার মো. শামীম উল আলম করোনা আক্রান্ত হয়েছেন। কোন উপসর্গ না থাকলেও তার নমুনা পজেটিভ এসেছে। বিসিএস (শুল্ক ও আবগারি) ৩১ ব্যাচের এ কর্মকর্তা বাসায় আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুসফিকুর রহমান শেয়ার বিজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শামীমের বোন অসুস্থ। তাকে প্রতি সপ্তাহে হাসপাতালে নিতে হয়। বুধবার শামীমের নমুনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রিপোর্ট পজেটিভ এসেছে। তবে তার কোন উপসর্গ নেই। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। ভালো আছেন।

কাস্টমস ও ভ্যাট বিভাগের সূত্রমতে, কাস্টমস ও ভ্যাট বিভাগে মোট ১১৯ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে তিনজন মারা গেছেন। দুইজন রাজস্ব কর্মকর্তা ও একজন গাড়ি চালক। সুস্থ হয়েছেন ২৯ জন। আক্রান্তদের মধ্যে ১১ জন ক্যাডার কর্মকর্তা। যার মধ্যে ৩১ ব্যাচের ছয়জন কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। এছাড়া চারজন ডেপুটি কমিশনার (ডিসি) আক্রান্ত। একজন কমিশনার আক্রান্ত হয়েছে। ড. একেএম নুরুজ্জামান আক্রান্ত হয়েছেন। তিনি কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে কর্মরত।

সূত্র জানায়, আক্রান্ত ১১ কর্মকর্তার মধ্যে তিনজনের কোন উপসর্গ নেই। তার মধ্যে সর্বশেষ মো. শামীম উল আলম। এর আগে কমিশনার ড. একেএম নুরুজ্জামান ও ডিসি মোহাম্মদ সাইদুল আলম আক্রান্ত হয়েছেন। দুইজনের কোন উপসর্গ নেই। মোহাম্মদ সাইদুল আলম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে কর্মরত।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

সেপ্টেম্বরে আন্তধর্মীয় সংলাপ হবে বাংলাদেশে

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শামীম উল আলম করোনা আক্রান্ত

প্রকাশের সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০

রোকনুজ্জামান রিপন:/=

ঢাকা কাস্টম হাউসে কর্মরত সহকারী কমিশনার মো. শামীম উল আলম করোনা আক্রান্ত হয়েছেন। কোন উপসর্গ না থাকলেও তার নমুনা পজেটিভ এসেছে। বিসিএস (শুল্ক ও আবগারি) ৩১ ব্যাচের এ কর্মকর্তা বাসায় আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুসফিকুর রহমান শেয়ার বিজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শামীমের বোন অসুস্থ। তাকে প্রতি সপ্তাহে হাসপাতালে নিতে হয়। বুধবার শামীমের নমুনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রিপোর্ট পজেটিভ এসেছে। তবে তার কোন উপসর্গ নেই। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। ভালো আছেন।

কাস্টমস ও ভ্যাট বিভাগের সূত্রমতে, কাস্টমস ও ভ্যাট বিভাগে মোট ১১৯ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে তিনজন মারা গেছেন। দুইজন রাজস্ব কর্মকর্তা ও একজন গাড়ি চালক। সুস্থ হয়েছেন ২৯ জন। আক্রান্তদের মধ্যে ১১ জন ক্যাডার কর্মকর্তা। যার মধ্যে ৩১ ব্যাচের ছয়জন কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। এছাড়া চারজন ডেপুটি কমিশনার (ডিসি) আক্রান্ত। একজন কমিশনার আক্রান্ত হয়েছে। ড. একেএম নুরুজ্জামান আক্রান্ত হয়েছেন। তিনি কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে কর্মরত।

সূত্র জানায়, আক্রান্ত ১১ কর্মকর্তার মধ্যে তিনজনের কোন উপসর্গ নেই। তার মধ্যে সর্বশেষ মো. শামীম উল আলম। এর আগে কমিশনার ড. একেএম নুরুজ্জামান ও ডিসি মোহাম্মদ সাইদুল আলম আক্রান্ত হয়েছেন। দুইজনের কোন উপসর্গ নেই। মোহাম্মদ সাইদুল আলম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে কর্মরত।