ইকবাল হোসেন:/=
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকাল ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় তার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। চিকিৎসকরা পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনেন। এর পর তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়।
তার ভাগিনা মজিবর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।