
ঢাকা ব্যুরো:/=
করোনা বিশ্ব মহামারি গ্রাস করছে মানুষকে। এর ভয়ে যবুথবু অবস্থা সবার। দেশে প্রতিদিনের ন্যায় আজও আক্রান্ত হয়েছে অনেকে সাথে মৃত্যুও। গত ২৪ ঘন্টায় প্রাণ গেছে৩৪ জন, আক্রান্ত হয়েছে ৩৫০৪ জন।
প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন ডা: নাসিমা।
গত ২৪ ঘন্টার ৩৪ জন সহ দেশে মোট মৃত্যু ১৬৯৫ জন। আক্রন্ত ৩৫০৪ জন মোট ১৩৩৯৭৮ জন। সুস্থ হয়েছে ১১৮৫ জন মোট ৫৪৩১৮ জন। পরীক্ষা হয়েছে ১৫১৫৭ জন।