সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মুরগি ছড়াচ্ছে ‘সালমোনেলা’ ভাইরাস : মৃত এক, আক্রান্ত ৪৫৪

সাজ্জাদুল ইসলাম সৌরভ:/=
সারা বিশ্বে করোনাভাইরাস যখন আতঙ্ক ছড়াচ্ছে, তখন নতুন ধরনের ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন। মুরগির মাধ্যমে ছড়িয়ে পড়ছে এ ব্যাকটেরিয়া, নাম ‘সালমোনেলা’। ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) জানিয়েছে, ৪২টি প্রদেশ থেকে সালমোনেলা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

এ রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। মুরগির মাধ্যমে এ ভাইরাসে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় অন্তত ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।সিএনএন আরও জানিয়েছে, গত ২০ মে থেকে তিনশ ৬৮ জন সালমোনেলা ভাইরাসে আক্রান্ত হন। ২০১৯ সালেও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে সন্তানকে জিম্মি করে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

মুরগি ছড়াচ্ছে ‘সালমোনেলা’ ভাইরাস : মৃত এক, আক্রান্ত ৪৫৪

প্রকাশের সময় : ০৪:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

সাজ্জাদুল ইসলাম সৌরভ:/=
সারা বিশ্বে করোনাভাইরাস যখন আতঙ্ক ছড়াচ্ছে, তখন নতুন ধরনের ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন। মুরগির মাধ্যমে ছড়িয়ে পড়ছে এ ব্যাকটেরিয়া, নাম ‘সালমোনেলা’। ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) জানিয়েছে, ৪২টি প্রদেশ থেকে সালমোনেলা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

এ রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। মুরগির মাধ্যমে এ ভাইরাসে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় অন্তত ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।সিএনএন আরও জানিয়েছে, গত ২০ মে থেকে তিনশ ৬৮ জন সালমোনেলা ভাইরাসে আক্রান্ত হন। ২০১৯ সালেও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল।