সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে ‘বঙ্গবন্ধু এভ্যিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণ শুরু

মোস্তাফিজুর রহমান: লালমনিরহাট প্রতিনিধিঃ/=

লালমনিরহাটে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভ্যিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ এর স্থায়ী ক্যাম্পাসের জন্য ৬৩৮.৫৪২৮ একর জমি অধিগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৪জুন) আনুষ্ঠানিক ভাবে এ কার্য্যক্রম শুরু করা হয়।লালমনিরহাট জেলা প্রশাসক (ডি‌সি) মো. আবু জাফর বিষয়টি নিশ্চিৎ করেছেন।জানা গেছে, লালমনিরহাট বিমান বন্দর ও সংলগ্ন এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের জন্য ১১টি মৌজায় ৫৮৬.২২০৩ একর ও স্থানীয়দের পুনর্বাসনের জন্য ৫২.৩২২৫ একর জমি অধিগ্রহণের জন্য যাবতীয় কাগজপত্র সহ লালমনিরহাট জেলা প্রশাসকের হাতে আবেদন জমা দিয়েছেন প্র‌তিষ্ঠানের উপাচার্য (ভিসি) এয়ার ভাইস মার্শাল এ.এইচ.এম ফজলুল হক।এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট বিমান বাহিনীর স্টেশন অফিসার উইং কমান্ডার খায়রুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার (এস‌পি) আবিদা সুলতানা ও উপাচার্যের সাথে আসা নয়জন উর্ধ্বতন কর্মকর্তা।এ বিষয়ে, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান জানান, সদর উপজেলার হারাটি ও মহেন্দ্রনগর ইউনিয়নের ১১টি মৌজার মোট ৬৩৮.৫৪২৮ একর জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন পেয়েছি। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিৎ করার চেষ্টা করব।তিনি আরও জানান, কিসমত হারাটির ৪৫.৯৮৫০ একর, নামুড়ী হারাটির ৯৮.৬৩০০ একর, ফকিরটারী ১০০.৮৭৭৫ একর, আট বিলের ১৪৫.৪০২৫ একর, আটবিল দর্পনষ্করের ২৯.৩৭০০ একর, তালুক হারাটির ৭৭.৩৬১০ একর, পশ্চিম আমবাড়ীর ৩০.৮০৭৫ একর, হাড়ীভাঙার ৫৪.১২৬৮ একর, চিনিপাড়ার ৩.৬৬০০ একর জমি বিশ্ববিদ্যালয়ের জন্য এবং আটবিলের ৪৩.৬০৫০ একর, আরজি চোঙ্গাদারার ৮.৭১৭৫ একর জমি স্থানীয়দের পুনর্বাসনের জন্য অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে।লালমনিরহাট জেলা প্রশাসক (ডি‌সি) মো. আবু জাফর বলেন, দ্রুত জমি অধিগ্রহণ কার্য্যক্রম সমাপ্ত করা হবে। বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো নির্মাণ কাজ ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হতে পারে।প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভ্যিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিলটি জাতীয় সংসদে উপস্থাপন করলে; তা সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাস হয়। এর পরেই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পান এয়ার ভাইস মার্শাল এ.এইচ.এম ফজলুল হক। রাজধানী ঢাকার পুরাতন বিমান বন্দরের অস্থায়ী ক্যাম্পাসে ২০২০-২১ শিক্ষা বর্ষে প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তি করা হয়।লালমনিরহাটে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হলে স্থায়ীভাবে ক্যাম্পাস এখানে সরিয়ে আনা হবে বলেও জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

চট্টগ্রামের বাকলিয়ায় ৪টি সেমাই ফ্যাক্টরীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

লালমনিরহাটে ‘বঙ্গবন্ধু এভ্যিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণ শুরু

প্রকাশের সময় : ০৫:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

মোস্তাফিজুর রহমান: লালমনিরহাট প্রতিনিধিঃ/=

লালমনিরহাটে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভ্যিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ এর স্থায়ী ক্যাম্পাসের জন্য ৬৩৮.৫৪২৮ একর জমি অধিগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৪জুন) আনুষ্ঠানিক ভাবে এ কার্য্যক্রম শুরু করা হয়।লালমনিরহাট জেলা প্রশাসক (ডি‌সি) মো. আবু জাফর বিষয়টি নিশ্চিৎ করেছেন।জানা গেছে, লালমনিরহাট বিমান বন্দর ও সংলগ্ন এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের জন্য ১১টি মৌজায় ৫৮৬.২২০৩ একর ও স্থানীয়দের পুনর্বাসনের জন্য ৫২.৩২২৫ একর জমি অধিগ্রহণের জন্য যাবতীয় কাগজপত্র সহ লালমনিরহাট জেলা প্রশাসকের হাতে আবেদন জমা দিয়েছেন প্র‌তিষ্ঠানের উপাচার্য (ভিসি) এয়ার ভাইস মার্শাল এ.এইচ.এম ফজলুল হক।এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট বিমান বাহিনীর স্টেশন অফিসার উইং কমান্ডার খায়রুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার (এস‌পি) আবিদা সুলতানা ও উপাচার্যের সাথে আসা নয়জন উর্ধ্বতন কর্মকর্তা।এ বিষয়ে, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান জানান, সদর উপজেলার হারাটি ও মহেন্দ্রনগর ইউনিয়নের ১১টি মৌজার মোট ৬৩৮.৫৪২৮ একর জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন পেয়েছি। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিৎ করার চেষ্টা করব।তিনি আরও জানান, কিসমত হারাটির ৪৫.৯৮৫০ একর, নামুড়ী হারাটির ৯৮.৬৩০০ একর, ফকিরটারী ১০০.৮৭৭৫ একর, আট বিলের ১৪৫.৪০২৫ একর, আটবিল দর্পনষ্করের ২৯.৩৭০০ একর, তালুক হারাটির ৭৭.৩৬১০ একর, পশ্চিম আমবাড়ীর ৩০.৮০৭৫ একর, হাড়ীভাঙার ৫৪.১২৬৮ একর, চিনিপাড়ার ৩.৬৬০০ একর জমি বিশ্ববিদ্যালয়ের জন্য এবং আটবিলের ৪৩.৬০৫০ একর, আরজি চোঙ্গাদারার ৮.৭১৭৫ একর জমি স্থানীয়দের পুনর্বাসনের জন্য অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে।লালমনিরহাট জেলা প্রশাসক (ডি‌সি) মো. আবু জাফর বলেন, দ্রুত জমি অধিগ্রহণ কার্য্যক্রম সমাপ্ত করা হবে। বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো নির্মাণ কাজ ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হতে পারে।প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভ্যিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিলটি জাতীয় সংসদে উপস্থাপন করলে; তা সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাস হয়। এর পরেই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পান এয়ার ভাইস মার্শাল এ.এইচ.এম ফজলুল হক। রাজধানী ঢাকার পুরাতন বিমান বন্দরের অস্থায়ী ক্যাম্পাসে ২০২০-২১ শিক্ষা বর্ষে প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তি করা হয়।লালমনিরহাটে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হলে স্থায়ীভাবে ক্যাম্পাস এখানে সরিয়ে আনা হবে বলেও জানা গেছে।