বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী সৈরিতী

ইমরান হোসেন আশা:/=

কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৈরিতী বন্দ্যোপাধ্যায় মা হয়েছেন। শনিবার ( ২৭ জুন) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘বাক্সবদল’ খ্যাত ‘টিপ’। প্রথমবারের মতো মা হওয়ার স্বাদ গ্রহণ করলেন এই মিষ্টি মুখ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আপাতত হাসপাতালেই রয়েছেন তিনি। ফোন ধরলেন স্বামী রোহিত ঝা। মা-মেয়ে ঘুমোচ্ছে। রোহিতের গলায় আনন্দ ঝরে পড়ছে। জানালেন, মা এবং মেয়ে, দু’জনেই সুস্থ আছে। আগামীকালই বাড়ি নিয়ে আসব ওদের।

মডেলিংয়ের হাত ধরে শোবিজে পা রাখেন সৈরিতী। সেখান থেকেই ছোট পর্দা। ‘নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ এবং ‘বাক্সবদল’ ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাকে। ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়ালে নীল ভট্টাচার্য এবং তার জুটি দারুণ প্রশংসিত হয়।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী সৈরিতী

প্রকাশের সময় : ০৭:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০

ইমরান হোসেন আশা:/=

কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৈরিতী বন্দ্যোপাধ্যায় মা হয়েছেন। শনিবার ( ২৭ জুন) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘বাক্সবদল’ খ্যাত ‘টিপ’। প্রথমবারের মতো মা হওয়ার স্বাদ গ্রহণ করলেন এই মিষ্টি মুখ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আপাতত হাসপাতালেই রয়েছেন তিনি। ফোন ধরলেন স্বামী রোহিত ঝা। মা-মেয়ে ঘুমোচ্ছে। রোহিতের গলায় আনন্দ ঝরে পড়ছে। জানালেন, মা এবং মেয়ে, দু’জনেই সুস্থ আছে। আগামীকালই বাড়ি নিয়ে আসব ওদের।

মডেলিংয়ের হাত ধরে শোবিজে পা রাখেন সৈরিতী। সেখান থেকেই ছোট পর্দা। ‘নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ এবং ‘বাক্সবদল’ ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাকে। ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়ালে নীল ভট্টাচার্য এবং তার জুটি দারুণ প্রশংসিত হয়।