রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে করোনার সম্মুখযোদ্ধা গরীবের ডাক্তার আমজাদ হোসেন সকলের দোয়া চেয়েছেন

নজরুল ইসলাম: স্টাফ রিপোর্টার:/=

বন্দরনগরী বেনাপোলে করোনার সম্মুখযোদ্ধা জনপ্রিয় ডাক্তার আমজাদ হোসেন। করোনার ভয়ে সবাই যখন ডাক্তারের চেম্বার ও কিনিক ছেড়ে বাসায় অবস্থান করছিল ঠিক তখনই নিজের জীবনের মায়া ত্যাগ করে কোরানা রোগীদের সেবায় সবসময়ই অবস্থান করেছে মাঠে, রোগীদের পাশে। সবাই তাকে জানে গরীবের ডাক্তার হিসেবে।
রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন সকাল থেকে রাত অবদি। মানব সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে ভ‚লেই গিয়েছিলেন তার পরিবার পরিজনদের কথা। তিনি সার্ব ক্ষনিক বেনাপোল বাজারে তার নিজ্বস্ব চেম্বার নিজ মালিকানাধীন বাড়িতে গড়ে ওঠা বেনাপোলের প্রথম কিনিক রজনী কিনিক। বেনাপোলে রজনী কিনিকই গোটা বেনাপোলের মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। করোনায় অত্যাধুনিক কম্পিউটারাইজড ডিটেকটর মেশিন বসিয়েছেন,একটি রজনী কিøিনকে অন্যটি তার নিজস্ব চেম্বারে। মেশিন দিয়ে এক সংগে প্রেসার, অক্সিজেনের মাত্রা, হ্রার্ট বিট, করোনার আগাম উপসর্গ নির্নয় করা সম্ভব।
রোগীদের রাত দিন চিকিৎসা সেবা দিতে গিয়ে আমজাদ ডাক্তার নিজেই এখন করোনা পজিটিভ। ডাক্তারের অসুস্থতার কথা জেনে হতাশ হয়ে পড়েছে বেনাপোলের মানুষ। সবাই দোয়া করছেন ডাক্তারের জন্য দ্রæত আরোগ্য লাভ করতে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা

বেনাপোলে করোনার সম্মুখযোদ্ধা গরীবের ডাক্তার আমজাদ হোসেন সকলের দোয়া চেয়েছেন

প্রকাশের সময় : ০৭:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০

নজরুল ইসলাম: স্টাফ রিপোর্টার:/=

বন্দরনগরী বেনাপোলে করোনার সম্মুখযোদ্ধা জনপ্রিয় ডাক্তার আমজাদ হোসেন। করোনার ভয়ে সবাই যখন ডাক্তারের চেম্বার ও কিনিক ছেড়ে বাসায় অবস্থান করছিল ঠিক তখনই নিজের জীবনের মায়া ত্যাগ করে কোরানা রোগীদের সেবায় সবসময়ই অবস্থান করেছে মাঠে, রোগীদের পাশে। সবাই তাকে জানে গরীবের ডাক্তার হিসেবে।
রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন সকাল থেকে রাত অবদি। মানব সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে ভ‚লেই গিয়েছিলেন তার পরিবার পরিজনদের কথা। তিনি সার্ব ক্ষনিক বেনাপোল বাজারে তার নিজ্বস্ব চেম্বার নিজ মালিকানাধীন বাড়িতে গড়ে ওঠা বেনাপোলের প্রথম কিনিক রজনী কিনিক। বেনাপোলে রজনী কিনিকই গোটা বেনাপোলের মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। করোনায় অত্যাধুনিক কম্পিউটারাইজড ডিটেকটর মেশিন বসিয়েছেন,একটি রজনী কিøিনকে অন্যটি তার নিজস্ব চেম্বারে। মেশিন দিয়ে এক সংগে প্রেসার, অক্সিজেনের মাত্রা, হ্রার্ট বিট, করোনার আগাম উপসর্গ নির্নয় করা সম্ভব।
রোগীদের রাত দিন চিকিৎসা সেবা দিতে গিয়ে আমজাদ ডাক্তার নিজেই এখন করোনা পজিটিভ। ডাক্তারের অসুস্থতার কথা জেনে হতাশ হয়ে পড়েছে বেনাপোলের মানুষ। সবাই দোয়া করছেন ডাক্তারের জন্য দ্রæত আরোগ্য লাভ করতে।