
কামরুজ্জামান শাহীন\
ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানায় মো.আবুল হাসান হাওলাদার(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত সোয়া ১২ টার দিকে উপজেলার দুলার হাট থানার আবুবক্করপুর ইউনিয়নের উদামবিল চৌরাস্তায় মাকসুদের মুদি দোকান এলাকার পাকা সড়কের উপর হইতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো,আবুল হাসান হাওলাদার উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ৬ নং ওয়ার্ডের মৃত মাওঃ আবু তাহেরের ছেলে।
দুলার হাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সোয়া ১২ টার দিকে উপজেলার দুলার হাট থানার উপ-পরির্দশক(এসআই) মো. সিরাজুল ইসলাম ও সঙ্গীয় অফিসার এবং ফোর্সদের নিয়ে দুলার হাট থানার আবুবক্করপুর ইউনিয়নের উদামবিল চৌরাস্তায় মাকসুদের মুদি দোকান এলাকা অভিযান চালিয়ে মো. আবুল হাসান হাওলাদার নামের এক যুবককে এক কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আটক করা হয়েছে।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।