মামুন বাবু :/=ভারতের পাশাপাশি চিন এবার ভুটানের সঙ্গে বিবাদ বাঁধালো।চিন ভুটানের একটি এলাকা নিজেদের বলে দাবি করেছে।চিন গত ২-৩ জুন গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি কাউন্সিলের (জিইএফ) ভার্চুয়াল বৈঠকে ভুটানের নতুন বিরোধে জড়িয়ে পড়েছে বলে ওয়াশংটন ডিসি থেকে পাওয়া তথ্যে জানা গেছে।
বিভিন্ন দেশে পরিবেশগত প্রকল্পে অর্থায়ন সিদ্ধান্তে নেওয়া হয় ওই বৈঠক থেকে। বৈঠকে পূর্ব ভুটানের ট্রাসিগং জেলার সাকটেঙ্গ ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি (এসডব্লিউএস) এলাকায় অর্থায়ন করার প্রস্তাবনা এলে চিন তাতে আপত্তি করে।
সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, জিইএফ-এ চিনের সদস্যরা জানায় ওই এলাকা ভুটান ও চিনের ‘বিতর্কিত’ অঞ্চলে অবস্থান। চিনের এমন দাবিতে তাজ্জব বনে যায় জিইএফ। তবে তৎক্ষণাৎ জিইএফ দপ্তর জানিয়ে দেয়, এসডব্লিউএস অঞ্চল ভুটানের।
এ সময় বৈঠকে চিনা সদস্যরা প্রস্তাবনায় পাদটীকা করতে বলে এই বলে যে, এই প্রকল্প চিন ও ভুটানের বিতর্কিত অঞ্চলে পড়ে তাই চিনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়।তবে জিইএফ প্রশাসন নাকচ করে জানায়, এতে চিন আপত্তি জানায় এটি উল্লেখ করা হতে পারে। তবে এসময় চিনা সদস্যরা জানায়, এজন্য তাদের সময় লাগবে উচ্চপর্যায়ে কথা বলার জন্য।
শেষমেশ জিই এফ কাউন্সিলের বেশিরভাগ সদস্য ভুটানকে সমর্থন করে এবং জিইএফ প্রধানের খসড়া সারাংশ অনুমোদিত হয়। এছাড়া চিনা সদস্যদের আপত্তি সত্ত্বেও ওয়ার্ক প্রোগ্রাম গৃহীত হয় এবং পাদটীকায় উল্লেখ করা হয় যে, এই প্রজেক্টে চিন কাউন্সিলের সিন্ধান্ত থেকে বিরত থাকে এবং এতে যোগ দেয় নি।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ভুটান সরকার জিইএফ-এ একটি আনুষ্ঠানিক ভাবে চিঠি দিয়েছে। ভুটান চিনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে। সেইসঙ্গে জানিয়েছে, ওই অঞ্চল ভুটানের এবং এতে কোন বিতর্ক নেই।এদিকে লাদাখ সীমান্ত নিয়ে ভারত চিনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সীমানায় দেশ দুইটির সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে। এমন সময় ভুটানের সঙ্গে চিনের বিরোধের খবর এলো।