
ইকবাল হোসেন:/=
সাফল্যের সঙ্গে করোনাভাইরাস মোকাবেলা করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে নিউজিল্যান্ড। তবে লকডাউনের নিয়ম ভঙ্গ করে সমালোচিত হওয়ার পর পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন।
উল্লেখ্য, গত এপ্রিলে লকডাউনের প্রথম সপ্তাহে নিয়ম ভঙ্গ করে পরিবার নিয়ে সৈকতে বেড়াতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এ নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনা ঝড় সৃষ্টি হয়।
দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে মাত্র ১ হাজার ৫২৮ জন এবং মারা গেছে ২২ জন।