
তানজীর মহসিন অংকন:/=
লাদাখে সীমান্ত উত্তেজনা নিরসনে চীন-ভারতের আলোচনা চলার মধ্যেই দুই দেশই সঙ্ঘাতময় পরিস্থিতির আয়োজন অব্যাহত রেখেছে। জানা যায়, চীন নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর নতুন করে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে । তিব্বত এবং শিনজিয়াং প্রদেশেও অতিরিক্ত ১০ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে নিয়মিত মহড়া দিচ্ছে চলছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে দুদেশের বৈঠকের মধ্যেই বুধবার দিল্লির সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার এমনটাই জানিয়েছে। অন্যদিকে, সীমান্তে চীনা বাহিনীর গতিবিধির উপর ভারতীয় নিরাপত্তাবাহিনী কড়া নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে।
এ দিন সরকারি একটি সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, সীমান্ত সংলগ্ন এলাকায় সব মিলিয়ে প্রায় ২০ হাজার বাহিনী মোতায়েন করেছে চীন। এ ছাড়াও উত্তর শিনজিয়াং প্রদেশে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে রেখেছে। এমন জায়গায় ওই বাহিনী মোতায়েন রয়েছে, যেখান থেকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের মোকাবিলায় নামানো যাবে তাদের।
তবে পূর্ব লাদাখে ভারতও অতিরিক্ত পদাতিক সেনা মোতায়েন করে রেখেছে। দীর্ঘ সময় সেখানে থাকতে হতে পারে, তার জন্য প্রয়োজনীয় জামাকাপড় এবং সরঞ্জাম দেওয়া হয়েছে তাদের। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনকে জবাব দিতে অতিরিক্ত ট্যাঙ্ক এবং সাঁজোয়া বাহিনীও লাদাখে নিয়ে যাওয়া হয়েছে। গালওয়ান উপত্যকা এবং পেট্রলিং পয়েন্ট ১৫-তে চিনা বাহিনীর মুখোমুখি রাখা হয়েছে তাদের। সুত্র- দেশ রুপান্তর