তানজীর মহসিন অংকন:/=
ব্যবসায়িক স্বার্থে কুকুর কেনাবেচা, বাজারে কুকুরের মাংস বিক্রি এবং কাঁচা ও রান্না করা কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নাগাল্যান্ড প্রশাসন।
তানজীর মহসিন অংকন:/=
ব্যবসায়িক স্বার্থে কুকুর কেনাবেচা, বাজারে কুকুরের মাংস বিক্রি এবং কাঁচা ও রান্না করা কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নাগাল্যান্ড প্রশাসন।
শুক্রবার রাজ্যের প্রধান সচিব টেমজেন টয় টুইটারে জানিয়েছেন, ‘ব্যবসায়িক স্বার্থে কুকুর কেনাবেচা, বাজারে কুকুরের মাংস বিক্রি এবং কাঁচা ও রান্না করা কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নাগাল্যান্ড প্রশাসন। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’ সম্প্রতি ডিমাপুরের বাজারে মাংসের জন্য কুকুর বিক্রি হওয়ার ছবি প্রকাশ পেলে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই শুরু হয়। কবি, সাংবাদিক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রীতিশ নন্দী নাগাল্যান্ডের বাজারে কুকুরের মাংস বিক্রি এবং রাজ্যবাসীর একাংশের মধ্যে কুকুরের মাংস খাওয়ার রীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন।
পাশাপাশি, অনেকেই সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী: নাগাল্যান্ডে কুকুর হত্যা ও খাওয়া নিষিদ্ধ করুন’ শীর্ষক এক আবেদনে সই করার জন্য নেটিজেনদের কাছে আবেদন জানান। সুত্র -হিন্দুস্তান টাইমস-