নুরুল ইসলাম:/=
ঢাকাই সিনেমায় এ প্রজন্মের অভিনেত্রী নুসরাত ফারিয়া গত মাসে আংটিবদল করেছেন। করোনার এই অবসরে হবু বরের সঙ্গে চুটিয়ে প্রেম করবেন এটাই স্বাভাবিক। তবে তার সুযোগ একেবারেই নেই বলে জানালেন নুসরাত ফারিয়া।
ফারিয়া বলেন, ‘দম ফেলার সুযোগ পাচ্ছি না। ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করছি। পরীক্ষা চলছে। পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছি। শুটিংয়ের কারণে নিয়মিত পড়ার সুযোগ হয় না। তাই এই সময়টাতে অনেক বেশি লোড নিতে হচ্ছে।’
ফারিয়া আরও বলেন, ‘করোনার জন্য মনের মতো কিছুই করতে পারছি না। এর মধ্যে উড়ে এসে জুড়ে বসল পরীক্ষা। না দিয়েও উপায় নেই। ফাঁকি দেয়ার মানুষ আমি নই। যতো কষ্টই হোক, পরীক্ষা দিয়ে যাচ্ছি। প্রথম দিনের পরীক্ষা বেশ ভালো হয়েছে। আশা করছি, বাকিগুলোও ভালো হবে।’
ফারিয়া জানান, গত বছর আইন বিষয়ে প্রথম বর্ষ সম্পন্ন করেছন তিনি। ১ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা, চলবে ১৬ জুলাই পর্যন্ত। সেজন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় ‘যদি...কিন্তু...তবুও’ চলচ্চিত্রের শুটিং শুরু করেছিলেন তিনি; পরে শুটিং বন্ধ রাখা হয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব। এর আগে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho