
তানজীর মহসিন অংকন:/=
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেনাপোলের গরীবের ডাক্তার অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার এবং বেনাপোল রজনী ক্লিনিকের স্বত্বাধিকারী, ডা: আমজাদ হোসেন (৬০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যু কালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।
বেনাপোলের মানুষের চিকিৎসার ক্ষেত্রে প্রথম ভরসার স্থল ডাক্তার আমজাদ হোসেন ঢাকা মিরপুর সেকশন ১২ রিজেন্ট হসপিটাল এর আই সি ইউ তে চিকিৎসারত অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা গেছেন। করোনার শুরু থেকে তিনি ছিলেন করোনার সস্মুখ যোদ্ধা। তিনি প্রানের ভয় না করে সকাল থেকে রাত পর্যন্ত বেনাপোলের মানুষের চিকিৎসা সেবা দিয়ে গেছেন।
তার মৃত্যুতে বি ডি এম এ শার্শা উপজেলা শাখা, বেনাপোল প্রেস ক্লাব,বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, আমদানি রফতানি কারক সমিতি,ট্রান্সপোর্ট মালিক সমিতি, সহ বিভিণ্ন রাজনৈতিক, সমাজিক, সংগঠন গুলো গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।