
রোকনুজ্জামান রিপন:/=
বেনাপোলের গরীবের ডাক্তার আমজাদ হোসেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেনাপোলের একমাত্র রজনী ক্লিনিকের প্রতিষ্ঠাতা। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার লাশবাহী এ্যাম্বুলেন্স আজ সকালে তার বেনাপোলস্থ প্রাণের ক্লিনিক রজনী ক্লিনিকে আনা হয়েছে।
আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ৮৫ যশোর-১ (শার্শা) আসনের এমপি আলহাজ শেখ আফিল আফিল উদ্দিন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এদিকে মরহুমের প্রতি শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, সহসভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ নাসিরউদ্দিন, আওয়ামী লীগ নেতা মোস্তাক হোসেন স্বপনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুধী সমাজের মানুষ।
ডাক্তার আমজাদ হোসেন গত এক সপ্তাহ যাবৎ করোনা পজিটিভ নিয়ে প্রথমে নিজ বাসায়, পরে ঢাকা লিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়ে ৬টার সময় মৃত্যুবরণ করেন।