সুনামগঞ্জ প্রতিনিধি:/=
সুনামগঞ্জে বাউলদের জন্য বাউল একাডেমী ও বাউল পল্লী নির্মানের দাবিতে পরিকল্পনা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সুনামগঞ্জ বাউল একাডেমী ও বাউল পল্লী বাস্তবতায়ন পরিষদের আহ্বায়ক ফজলে রাববী স্মরণ।তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য।
রবিবার দুপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জেলার দক্ষিণ সুনামগঞ্জের বাস ভবনে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়,সুনামগঞ্জে বাউল গীতিকবিদের জন্য আলাদা ভাবে কোন বাউল একাডেমী ও বাউল দের জন্য আবাসনের ব্যবস্থা নেই। অথচ সুনামগঞ্জ রাধারমণ,হাসন রাজা,শাহ আব্দুল করিম ও দূরবিন শাহ সহ অসংখ্য মরমী কবি ও বাউল দের পুণ্যভূমি। তাদের চর্চা ও আবাসনের ব্যবস্থা একদম নেই।
এ দাবিতে রবিবার সুনামগঞ্জ বাউল একাডেমী ও বাউল পল্লী বাস্তবতায়ন পরিষদের আহ্বায়ক ফজলে রাববী স্মরণ এর নেতৃত্ব পরিকল্পনা মন্ত্রী এম এ মানান বরাবর স্মারকলিপি প্রদানের সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষানবীশ আইন জীবিদের গেজেট করে সনদ প্রদানের দাবিতে পৃথক আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।