বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অনেক দিন আড়ালে থেকে, চিত্র নায়িকা বুবলী উড়ছে এলোমেলো হাওয়ায়

নজরুল ইসলাম: স্টাফ রিপোর্টার:/= 

চিত্র নায়িকা বুবলী উড়ছে  এলোমেলো বাতাসে। অনেক দিন আড়ালে থাকা বুবলী আজ তার নিজে ফেসবুকে হলুদ পোশাকে তারে একটা ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে বাতাসে চুল উড়িয়ে খুব খোশ মেজাজেই আছেন তিনি। ছবিতে মজার ক্যাপসনও দিযেছেন এলামেলো বাতাসে।

ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিলো চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার খবরে। ছড়িয়েছিলো, ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় গর্ভবতী ছিলেন তিনি। এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলীর রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিলো।

মিডিয়াতে অবিবাহিত বলে পরিচিত বুবলীর মা হওয়ার গুঞ্জন বেশ রসালো গল্পের খোরাক যুগিয়েছে।

অনেকে বুবলীর সন্তানের বাবা হিসেবে ঢালিউডের শীর্ষ নায়কের নাম টেনে এনেছেন। এতে করে কুমারী বুবলীর মা হওয়ার গল্পকে দিয়েছে আলাদা টুইস্ট। ঢালিউড সংশ্লিষ্ট অনেকেই হঠাৎ একদিন সন্তান কোলে নিয়ে হাজির হবেন বুবলী এমন মুখরোচক গল্প বলে যাচ্ছেন। এজন্যই তিনি নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছেন।

বৈকি! একে তো সিনেমার দুর্দিন যাচ্ছে। তার উপর নানা গুজব-গুঞ্জনের মুখে ক্যারিয়ারজুড়েও এলোমেলো বাতাস বইছে বুবলীর। সেই এলোমেলো বাতাসকে বশে আনতে পারবেন কি নায়িকা? সেই জবাব সময়ের হাতেই তোলা থাক।

আপাতত জানা গেল, করোনার জন্য ঘরবন্দী সময় কাটাচ্ছেন বুবলী। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবেন শুটিংয়ে। বর্তমানে তার হাতে রয়েছে ‘ক্যাসিনো’ সিনেমার কাজ। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে তার নায়ক নিরব।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

অনেক দিন আড়ালে থেকে, চিত্র নায়িকা বুবলী উড়ছে এলোমেলো হাওয়ায়

প্রকাশের সময় : ০৬:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০

নজরুল ইসলাম: স্টাফ রিপোর্টার:/= 

চিত্র নায়িকা বুবলী উড়ছে  এলোমেলো বাতাসে। অনেক দিন আড়ালে থাকা বুবলী আজ তার নিজে ফেসবুকে হলুদ পোশাকে তারে একটা ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে বাতাসে চুল উড়িয়ে খুব খোশ মেজাজেই আছেন তিনি। ছবিতে মজার ক্যাপসনও দিযেছেন এলামেলো বাতাসে।

ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিলো চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার খবরে। ছড়িয়েছিলো, ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় গর্ভবতী ছিলেন তিনি। এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলীর রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিলো।

মিডিয়াতে অবিবাহিত বলে পরিচিত বুবলীর মা হওয়ার গুঞ্জন বেশ রসালো গল্পের খোরাক যুগিয়েছে।

অনেকে বুবলীর সন্তানের বাবা হিসেবে ঢালিউডের শীর্ষ নায়কের নাম টেনে এনেছেন। এতে করে কুমারী বুবলীর মা হওয়ার গল্পকে দিয়েছে আলাদা টুইস্ট। ঢালিউড সংশ্লিষ্ট অনেকেই হঠাৎ একদিন সন্তান কোলে নিয়ে হাজির হবেন বুবলী এমন মুখরোচক গল্প বলে যাচ্ছেন। এজন্যই তিনি নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছেন।

বৈকি! একে তো সিনেমার দুর্দিন যাচ্ছে। তার উপর নানা গুজব-গুঞ্জনের মুখে ক্যারিয়ারজুড়েও এলোমেলো বাতাস বইছে বুবলীর। সেই এলোমেলো বাতাসকে বশে আনতে পারবেন কি নায়িকা? সেই জবাব সময়ের হাতেই তোলা থাক।

আপাতত জানা গেল, করোনার জন্য ঘরবন্দী সময় কাটাচ্ছেন বুবলী। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবেন শুটিংয়ে। বর্তমানে তার হাতে রয়েছে ‘ক্যাসিনো’ সিনেমার কাজ। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে তার নায়ক নিরব।