ইমরান হোসেন আশা:/=
রেড জোনের আওতাভুক্ত নড়াইলের লোহাগড়া পৌরবাসীকে আইসোলেশনে থাকার পরামর্শ দিলেন করোনাভাইরাসে আক্রান্ত রাজনীতিক ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
সোমবার দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘করোনা প্রতিরোধ ও করণীয়’ বিষয়ক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এই পরামর্শ দেন।
লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাশরাফির বাবা গোলাম মোস্তফা স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুলকুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শরিফুল ইসলাম, লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার বণিক সমিতির সম্পাদক বিএম লিয়াকত হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
লোহাগড়া পৌর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সভায় সিদ্ধান্ত হয় যে, ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত লোহাগড়া পৌর এলাকার সব দোকানপাট বন্ধ থাকবে। এ সময় লোহাগড়া পৌরবাসীকে আইসোলেশনে থাকতে হবে। এ সংক্রান্তে গঠিত কমিটি গোটা বিষয় দেখভাল করবে। তবে জরুরি প্রয়োজনে মানুষজন বাড়ির বাইরে যেতে পারবেন।
ভিডিও কনফারেন্সে মাশরাফি ও তার সহধর্মিনী সুমনা হক সুমি, ভাই মোরসালিনের জন্য সবার কাছে দোয়া চান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho