রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

তারিন- সালমান মুক্তাদিদের অসম প্রেম কাহিনী

সাজ্জাদুল ইসলাম সৌরভ:/=

ফারিয়া হোসেনের চিত্রনাট্যে ‘মেঘলা মনের মেয়ে’ নামের নাটক বানাচ্ছেন চয়নিকা চৌধুরী। আর নাটকের প্রধান চমক হলেন নায়ক-নায়িকা। এতে জুটি বাঁধছেন তারিন জাহান ও সালমান মুক্তাদির।

জানা গেছে, ভিন সময়ের দুই তারকাকে নিয়ে লেখা গল্পটিও অসম প্রেমের। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে, বুধবার চলছে শেষ দিনের দৃশ্যধারণ।

নির্মাতা চয়নিকা সংবাদমাধ্যমকে বলেন, “তারিনের সঙ্গে আমার কাজের সংখ্যা প্রচুর। তবুও মনে হচ্ছে এটা আমাদের প্রথম কাজ। কারণ, মাঝের ছয় বছর আমরা দুজনে এক হয়ে কাজ করিনি। সালমানকে নিয়েও এটা আমার ও তারিনের প্রথম কাজ।”

ঈদুল আজহা উপলক্ষে ‘মেঘলা মনের মেয়ে’। যার নাম ভূমিকায় তারিন জাহান। আর প্রেমিক চরিত্রে সালমান মুক্তাদির। আরও অভিনয় করছেন মিলি বাশার ও সামিয়া অথৈ।

এক সময় নাটকে খুব সরব থাকলেও আজকাল উপলক্ষ ছাড়া খুব একটা চোখে পড়ে না তারিনকে। অন্যদিকে ইউটিউব ভিডিও নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া সালমানের কাজের পরিধি ব্যাপক।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

তারিন- সালমান মুক্তাদিদের অসম প্রেম কাহিনী

প্রকাশের সময় : ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০

সাজ্জাদুল ইসলাম সৌরভ:/=

ফারিয়া হোসেনের চিত্রনাট্যে ‘মেঘলা মনের মেয়ে’ নামের নাটক বানাচ্ছেন চয়নিকা চৌধুরী। আর নাটকের প্রধান চমক হলেন নায়ক-নায়িকা। এতে জুটি বাঁধছেন তারিন জাহান ও সালমান মুক্তাদির।

জানা গেছে, ভিন সময়ের দুই তারকাকে নিয়ে লেখা গল্পটিও অসম প্রেমের। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে, বুধবার চলছে শেষ দিনের দৃশ্যধারণ।

নির্মাতা চয়নিকা সংবাদমাধ্যমকে বলেন, “তারিনের সঙ্গে আমার কাজের সংখ্যা প্রচুর। তবুও মনে হচ্ছে এটা আমাদের প্রথম কাজ। কারণ, মাঝের ছয় বছর আমরা দুজনে এক হয়ে কাজ করিনি। সালমানকে নিয়েও এটা আমার ও তারিনের প্রথম কাজ।”

ঈদুল আজহা উপলক্ষে ‘মেঘলা মনের মেয়ে’। যার নাম ভূমিকায় তারিন জাহান। আর প্রেমিক চরিত্রে সালমান মুক্তাদির। আরও অভিনয় করছেন মিলি বাশার ও সামিয়া অথৈ।

এক সময় নাটকে খুব সরব থাকলেও আজকাল উপলক্ষ ছাড়া খুব একটা চোখে পড়ে না তারিনকে। অন্যদিকে ইউটিউব ভিডিও নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া সালমানের কাজের পরিধি ব্যাপক।