রোকনুজ্জামান রিপন:/=
যশোরের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন উপ-সচিব মো. তমিজুল ইসলাম খান। মঙ্গলবার সকালে যশোর কালেক্টরেট ভবনে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। করোনার কারণে সংক্ষিপ্ত ওই অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক কামরুল আরিফ, জোনাল সেটেলমেন্ট অফিসার আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মি ইসলাম, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আবু লাইচসহ জেলা প্রশাসকের কার্যালয়ের পদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, যতদিন এই পদে আছি ততদিন আমার উপর অর্পিত সরকারের সকল দায়িত্ব নিষ্ঠা এবং শততার সাথে পালন করে যাব। যশোরবাসীকে সাথে নিয়ে জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবা হবে আমার কর্তব্য। ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের উপ-সচিব মো. তমিজুল ইসলাম খানকে যশোরের জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। ওই দিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।