বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে সাংবাদিক সাইফের মায়ের মৃত্যু ,শোক

যশোর ব্যুরো:/=

সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্য্যনির্বাহী কমিটির সদস্য, ইংরেজি দৈনিক নিউ এজের যশোর প্রতিনিধি সাইফুর রহমান সাইফের মা বেগম হামিদা রহমান (৮৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকেল পাঁচটার দিকে তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া শহরের রেলস্টেশন এলাকার বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক সাইফ জানান, তার মা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সে কারণে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন।

বেগম হামিদা রহমান নওয়াপাড়া মৌলভিবাড়ির বাসিন্দা সরকারি স্বাস্থ্য পরিদর্শক মরহুম এসএম আব্দুর রহমানের স্ত্রী। তিনি তিন ছেলে, সাত মেয়ে, অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল দশটায় মরহুমার নামাজে জানাজা হবে স্থানীয় তেঁতুলতলা জামে মসজিদে।

প্রেসক্লাব যশোরের সদস্য সাইফুর রহমান সাইফের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর। তারা শোকসন্তপ্ত পরিবারের প্র্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

যশোরে সাংবাদিক সাইফের মায়ের মৃত্যু ,শোক

প্রকাশের সময় : ০৬:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

যশোর ব্যুরো:/=

সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্য্যনির্বাহী কমিটির সদস্য, ইংরেজি দৈনিক নিউ এজের যশোর প্রতিনিধি সাইফুর রহমান সাইফের মা বেগম হামিদা রহমান (৮৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকেল পাঁচটার দিকে তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া শহরের রেলস্টেশন এলাকার বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক সাইফ জানান, তার মা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সে কারণে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন।

বেগম হামিদা রহমান নওয়াপাড়া মৌলভিবাড়ির বাসিন্দা সরকারি স্বাস্থ্য পরিদর্শক মরহুম এসএম আব্দুর রহমানের স্ত্রী। তিনি তিন ছেলে, সাত মেয়ে, অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল দশটায় মরহুমার নামাজে জানাজা হবে স্থানীয় তেঁতুলতলা জামে মসজিদে।

প্রেসক্লাব যশোরের সদস্য সাইফুর রহমান সাইফের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর। তারা শোকসন্তপ্ত পরিবারের প্র্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি।