শেখ নাছির উদ্দিন: স্টাফ রিপোর্টার:/=
করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্টেন স্কুল গুলোর জন্য প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সহযোগিতা আথবা সহজ শর্তে ঋণের দাবিতে বেনাপোলে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।
গতকাল সকাল ১১ টার সময় শার্শা উপজেলার বেনাপোলে এ অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। এসময় উপজেলার ৫৬ টি স্কুলের ৪ শতাধিকের বেশি শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে আংশগ্রহন করেন।
এসময় শিক্ষকরা জানান, মহামারি করোনা ভাইরাসের কারনে দীর্ঘ সাড়ে তিন মাস ধরে স্কুল বন্ধ রয়েছে। ফলে স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে কোনো বেতন ও নেওয়া হচ্ছে না। এছাড়া ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে স্কুল ও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার করানে শিক্ষকরা খুব মানবতার জীবন জাপান করছে। এজন্য ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্টেন স্কুল গুলোর জন্য প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সহযোগিতা আথবা সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন এসব শিক্ষকরা।