
ইকবাল হোসেন:/=
করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই বিউবোনিক প্লেগ আতঙ্ক ছড়িয়েছে রাশিয়ায়।বুধবার রাশিয়ার মঙ্গোলিয়া সংলগ্ন দুর্গম পূর্বাঞ্চলে ইঁদুর জাতীয় প্রাণীদের ওপর পরীক্ষা শুরু করেছে স্থানীয় প্রশাসন।এসব প্রাণী বিউবোনিক প্লেগের ব্যাকটেরিয়া বহন করছে কিনা সে ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য তৎপরতা চালাচ্ছে রাশিয়া।
গত সপ্তাহে মঙ্গোলিয়ায় দুটি বিউবোনিক প্লেগের ঘটনা ধরা পড়ার পর ইঁদুর জাতীয় প্রাণী শিকার বা এর মাংস না খেতে সাইবেরিয়া অঞ্চলের বাসিন্দাদের আহ্বান জানানো হয়। খাদ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা রোস্পোট্রেবনাডজোর প্লেগের অ্যান্টিজেন শনাক্ত করতে ইঁদুরের ওপর পরীক্ষা চালাচ্ছে।