লালমনিরহাটের আদিতমারীতে ৮০ বোতল ফেনসিডিলসহ শাকিল মিয়া (২৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শাকিল একই উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী গ্রামের নুরুজ্জামানের ছেলে। অপর দিকে সদর উপজেলার কুলাঘাট থেকে ডিবিি পুলিশের অভিযানে ৫৪ বোতল ফেনসিডিল ও অটোবাইক সহ ১ জন কে আটক করা হয়। একই দিনে হাতীবান্ধা থানা পুলিশ উপজেলার দৈইখাওয়া ইউনিয়নের বনচৌকি গ্রাম থেকে ৩ কেজি গাঁজা সহ রাজুু (৩৪)পিতা জহির আলী,২/ আলম মিয়া,(৩৮) আবুলহোসেন কে মাদক সহ আটক করে। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক এছাড়াও তিনি জাানান,গত ১০-৭-২০২০ তারিখে প্রাইভেট কার ৫কেজি গাঁজা সহ জলঢাকা উপজেলার শামীম(২৭) নামে একজনকে আটক করা হয়েছে। একই দিনে সদর উপজেলা তিস্তা সড়কসেতু টোলএলাকা থেকে অভিনব পদ্ধতি গ্যাসের সিলিন্ডারের ভিতর থেকে ২কেজি৫০০ গ্রাম গাঁজা আটক করে সদর পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা প্রতিনিধিকে জানান, মাদকেরব্যাপারে আমি এবং জেলা সকল ইউনিট সকল থানা পুলিশ জিরো টলারেন্স নিতি তে কাজ করছে।মাদকদ্রব্য বহন সেবন কারি যে কেউ হোক ছাড় দেওয়া হবে না।
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে জেলা পুলিশ
-
নিজস্ব সংবাদদাতা
- প্রকাশের সময় : ০৯:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- ১৩৫
মোস্তাফিজুর রহমান :লালমনিরহাট প্রতিনিধিঃ/=
জনপ্রিয়