মোস্তাফিজুর রহমান : লালমনিরহাট প্রতিনিধিঃ/=
মোছাঃ ময়না বেগম (৪২), স্বামী- মৃতঃ মজনু মিয়া, সাং- মমিনপুর (কবরস্থান বাজার), থানা-পাটগ্রাম, জেলা- লালমনিরহাট একজন বিধবা ও সহায় সম্বলহীন মহিলা। তিনি অন্যের বাড়িতে কাজ করে একজন প্রতিবন্ধি ছেলে সহ ৫ ছেলে-মেয়েকে নিয়ে অত্যন্ত কষ্টে জীবন যাপন করে আসছেন। তিনি অনেক কস্টে কিছু টাকা জমিয়ে একটি গরু কেনেন। গরুটির একটি বাছুর হলে দুধ বিক্রি করে ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালানো সহ সংসারের ব্যয় নির্বাহ করতেন। গত ১১/০৭/২০২০ খ্রিঃ তারিখ রাত্রি অনুমান ০২.০০ থেকে ০৩.০০ ঘটিকা পর্যন্ত যেকোন সময় অজ্ঞাত নামা ৫/৬ জন চোর সু-কৌশলে তার বসত বাড়িতে প্রবেশ করে তার গোয়াল ঘরে রক্ষিত ১। একটি সাদা মাটিয়া রংয়ের গাভী, বয়স-জুয়ান, শিং- হালা, লেজ কালো, অনুমান ০৯ মাসের গাভীন, যার মুল্য অনুঃ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ২। একটি কালো মাটিয়া রংয়ের বাচ্চি গরু, বয়স- অদাঁত (০২ বছর), শিং- নাই, লেজ- কালো, মুল্যে অনুঃ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। ময়না বেগম তার গরু চুরির ঘটনাটি থানায় জানালে অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীর বিরুদ্ধে পাটগ্রাম থানার মামলা নং-১০, তারিখঃ ১২/০৭/২০২০ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়। ১২/০৭/২০২০ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় পাটগ্রাম থানাধীন জোংড়া ইউপিস্থ মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে “চুরি হয়ে যাওয়া বিধবার স্বপ্ন” তথা গরু দুইটি উদ্ধার করা হয়। গরু দুইটি বাদীর জিম্মায় প্রদান করার জন্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। জড়িত অজ্ঞাতনামা চোরদের সনাক্ত ও গ্রেফতার কার্য সফল করার জন্য প্রচেষ্টা চলমান। অচিরেই জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।