রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টরি নির্মাণ শিগগিরই শুরু হবে: রীভা গাঙ্গুলী

নুরুজ্জামান লিটন #

অবশেষে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণের কাজ। শিগগিরই এ কাজ শুরু হবে বলে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বুধবার এই তথ্য জানিয়েছেন।

মহামারী করোনাভাইরাসের কারণে এতোদিন এ কাজ বন্ধ থাকা ছিল।আজ ঢাকায় সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাই কমিশনার। এরপর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা।

হাই কমিশনার রীভা গাঙ্গুলী বলেন, “আমি হাইকমিশনার থাকার সময়েই বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক হচ্ছে, শ্যাম বেনেগাল এটা পরিচালনা করবেন।অনেক কাজই এগিয়ে গিয়েছিল কিন্তু কোভিড-১৯ এর জন্য স্যুটিংটা স্টার্স্ট হতে পারল না। হোপফুলি এখন যেহেতু সবকিছু নরমাল হচ্ছে, স্যুটিং স্টার্ট হবে। আমরা যৌথভাবে বঙ্গবন্ধুকে নিয়ে একটা ডকুমেন্টরি ফিল্মও করব, সেটার কাজও এগোচ্ছে ধীরে ধীরে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ ছিল, তবে খুব সহসা সেই কাজ শুরু হবে।

এছাড়া আমরা খুব সহসা দুই দেশের যৌথ প্রযোজনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটি ডকুমেন্টারি ফিল্মের কাজও শুরু করব।আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।

ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যেটির সঙ্গে কারো কোন সম্পর্কের তুলনা হয় না বলে জানিয়েছেন আওয়ামি লিগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মু‌জিববর্ষের প্রথমদিন, গত ১৭ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মহরতের পরদিন ১৮ মার্চ থেকে ৩ এপ্রিল বঙ্গবন্ধুর বায়োপিকের দৃশ্যধারণের সূচি নির্ধারিত ছিল। কিন্তু বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সেই তা স্থগিত করা হয়।রীভা গাঙ্গুলীর বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তথ্য মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, “প্রথমবারের মতো গত বছর থেকে বিটিভি পুরো ভারতর্ষে ফ্রি-ডিসের মাধ্যমে দেখা যাচ্ছে।

একই সঙ্গে বেতারের অনুষ্ঠানমালাও সেখানে সম্প্রচার করা হচ্ছে, এটি একটি বড় কাজ। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম। যেটির সঙ্গে অন্য কারও সম্পর্কের তুলনা হয় না। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎকার ছিল এটি। তিনি পদোন্নতি পেয়েই কিন্তু দিল্লিতে ফেরত যাচ্ছেন। তিনি সচিব মর্যাদায় পদোন্নতি পেয়েছেন। তার পদোন্নতিতে আমি তাকে অভিনন্দন জানাই।’

মন্ত্রী বলেন, ‘তার অবস্থান কালে আমাদের মন্ত্রণালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বিশেষ করে যেমন ভারতে বহুবছরের আলাপ আলোচনার পর ভারতে ফ্রিতে আমাদের বিটিভি দেখা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান মালা সেখানে সম্প্রচার হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টরি নির্মাণ শিগগিরই শুরু হবে: রীভা গাঙ্গুলী

প্রকাশের সময় : ০৮:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০

নুরুজ্জামান লিটন #

অবশেষে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণের কাজ। শিগগিরই এ কাজ শুরু হবে বলে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বুধবার এই তথ্য জানিয়েছেন।

মহামারী করোনাভাইরাসের কারণে এতোদিন এ কাজ বন্ধ থাকা ছিল।আজ ঢাকায় সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাই কমিশনার। এরপর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা।

হাই কমিশনার রীভা গাঙ্গুলী বলেন, “আমি হাইকমিশনার থাকার সময়েই বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক হচ্ছে, শ্যাম বেনেগাল এটা পরিচালনা করবেন।অনেক কাজই এগিয়ে গিয়েছিল কিন্তু কোভিড-১৯ এর জন্য স্যুটিংটা স্টার্স্ট হতে পারল না। হোপফুলি এখন যেহেতু সবকিছু নরমাল হচ্ছে, স্যুটিং স্টার্ট হবে। আমরা যৌথভাবে বঙ্গবন্ধুকে নিয়ে একটা ডকুমেন্টরি ফিল্মও করব, সেটার কাজও এগোচ্ছে ধীরে ধীরে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ ছিল, তবে খুব সহসা সেই কাজ শুরু হবে।

এছাড়া আমরা খুব সহসা দুই দেশের যৌথ প্রযোজনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটি ডকুমেন্টারি ফিল্মের কাজও শুরু করব।আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।

ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যেটির সঙ্গে কারো কোন সম্পর্কের তুলনা হয় না বলে জানিয়েছেন আওয়ামি লিগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মু‌জিববর্ষের প্রথমদিন, গত ১৭ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মহরতের পরদিন ১৮ মার্চ থেকে ৩ এপ্রিল বঙ্গবন্ধুর বায়োপিকের দৃশ্যধারণের সূচি নির্ধারিত ছিল। কিন্তু বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সেই তা স্থগিত করা হয়।রীভা গাঙ্গুলীর বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তথ্য মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, “প্রথমবারের মতো গত বছর থেকে বিটিভি পুরো ভারতর্ষে ফ্রি-ডিসের মাধ্যমে দেখা যাচ্ছে।

একই সঙ্গে বেতারের অনুষ্ঠানমালাও সেখানে সম্প্রচার করা হচ্ছে, এটি একটি বড় কাজ। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম। যেটির সঙ্গে অন্য কারও সম্পর্কের তুলনা হয় না। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎকার ছিল এটি। তিনি পদোন্নতি পেয়েই কিন্তু দিল্লিতে ফেরত যাচ্ছেন। তিনি সচিব মর্যাদায় পদোন্নতি পেয়েছেন। তার পদোন্নতিতে আমি তাকে অভিনন্দন জানাই।’

মন্ত্রী বলেন, ‘তার অবস্থান কালে আমাদের মন্ত্রণালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বিশেষ করে যেমন ভারতে বহুবছরের আলাপ আলোচনার পর ভারতে ফ্রিতে আমাদের বিটিভি দেখা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান মালা সেখানে সম্প্রচার হচ্ছে।