তানজীর মহসিন অংকন #
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ঘটলো এক 'হাস্যকর' ঘটনা। দুই বোনের মারপিটের কারনে ফ্লাইট দেরিতে ছাড়ার ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটে গত রবিবার কুইন্সের লা গার্ডিয়া বিমানবন্দরে ডেলটা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। খবর আনন্দবাজার ও নিউইয়র্ক পোস্ট।
খবরে বলা হয়, বোর্ডিংয়ের সময় ফ্লাইটের জেট ব্রিজের মেঝেতে দুই মহিলার মারামারির ভিডিও ক্যামেরাবন্দি হয়। পরে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
নিউইয়র্ক পোস্ট জানায়, যে দুই মহিলা লড়াই করছিলেন তারা সম্ভবত দুই বোন। নিউইয়র্ক থেকে প্লেনটি আটলান্টা যাচ্ছিলো। প্লেনে ওঠার পর দুই বোনের কোনো বিষয় নিয়ে মতবিরোধ শুরু হয়, যা থেকে তারা হাতাহাতি এবং শেষে একে অপরকে মেঝেতে ফেলে নখ দিয়ে খামছে, চুলের মুঠি ধরে বুনো যুদ্ধে লিপ্ত হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে প্লেনে উপস্থিত অন্য কেউ প্রথমে তাদের যুদ্ধ থামানো বা মধ্যস্থতার চেষ্টা করছেন না। দূর থেকে দর্শকের ভূমিকাই পালন করছেন তারা। শেষে এক মহিলা ও তার পিছনে পিছনে এক ব্যক্তিকে ‘যুদ্ধক্ষেত্র’-এর দিকে এগিয়ে যেতে দেখা যায়। তবে যুদ্ধের ফলাফল কী হলো তা ক্যামেরাবন্দি হওয়ার আগেই ভিডিওটি শেষ হয়ে যায়।
জানা গেছে, এই মারামারির খবর যায় নিরাপত্তা কর্মীদের কাছে। তারা এসে দুই মহিলাকে প্লেন থেকে নামিয়ে নিয়ে যান। পরে দুই বোনকে আর ওই প্লেনে যাত্রার অনুমতি দেওয়া হয়নি। তাদের ছাড়াই প্লেন গন্তব্যে উড়ে যায়।
ডেলটা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, আসলে ওই দুই মহিলাকে নামিয়ে নিয়ে যাওয়ার পর তাদের লাগেজগুলি খুঁজে বের করতেই সময় লাগে। তার কারণেই প্লেনটি ছাড়তে দেরি হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho