মো: ইদ্রিস আলী #
জাতীয় পর্যায়ে ফুটবল খেলা পুরুষ ও নারী খেলোয়াড়দের মধ্যে বেতন বৈষম্যের অবসান ঘটল ব্রাজিলে। দেশটির ফুটবল ফেডারেশন সিবিএফ জানিয়েছে, আর লিঙ্গ বৈষম্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে খেলা সবাইকে বেতন ও অন্যান্য সুবিধাদি সমান দেওয়া হবে।সিবিএফ’র সভাপতি বলেছেন, “সিবিএফ পুরুষ ও নারী ফুটবল দলের সবাইকে সমান প্রাইজমানি ও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে নারী খেলোয়াড়রা পুরুষদের সমান বেতন পাবে।সিবিএফ’র এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ব্রাজিল জাতীয় ফুটবল পুরুষ দলের নেইমার, গাব্রিয়েল জেসুস ও রবের্তো ফিরমিনোদের মতো তারকাদের সমান বেতন-ভাতা পাবেন মার্তা, এলিনে রেইস, ক্রিস্টিয়ানে, লুদমিলারা।এর আগে অস্ট্রেলিয়া, নরওয়ে ও নিউজিল্যান্ড জাতীয় পর্যায়ে পুরুষ ও নারী খেলোয়াড়দের সমান বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।পুরুষ খেলোয়াড়দের সমান বেতন পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল যুক্তরাষ্ট্রের নারী ফুটবলাররাও। কিন্তু মে মাসে আদালত তাদের সে আবেদন প্রত্যাখ্যান করে। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন নারী খেলোয়াড়রা।