মিলন হোসেন #
যশোরের কায়বা ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের শেখ মোস্তফার মেয়ে কলেজ পড়ুয়া মেয়ে সাবিনা খাতুন(১৭) নিজ বাড়িতে আত্নহত্যা করেছে।
শুক্রবার(৪সেপ্টেম্বর )ভোর ৬টার সময় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করে।সে বাগঁআচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্রী।
স্থানীয়রা জানান,পারিবারিক ভাবে দুই বোনের মধ্যে কথাকাটা কাটি হলে সাবিনা গ্যাস ট্যাবলেট খেয়ে মারা যায়। বাগঁআচড়া পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার আজিম জানান,এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।লাশ টি ময়না তদন্তে জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।