
নজরুল ইসলাম #
নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ১৬ জনের প্রাণহানির পর একটি বিষয় ভাব্বার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা হলো নিজের ঘরের এসি নিরাপদ তো ? যদি জানা না থাকে বা সন্দেহ হয় তা হলে এখনি পরোখ করে নেয়া নেয়া উচিত।
কারণ শুধু নারায়ণগঞ্জে মসজিদে নয় এর বাইরেও এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কখনো সরাসরি এসিতে বিস্ফোরণ ঘটছে, আবার কখনো বা অন্য প্রভাবকের (গ্যাসের লাইন) কারণে যন্ত্রটি বিস্ফোরিত হচ্ছে। তাই এখনি সচেতন হতে হবে।
এ বিষয়ে অভিজ্ঞরা বলছেন, এসির পাওয়ার কেবল সঠিক স্পেক-এর ব্যবহার করা হ্যেছেকিনা নিশ্চিত হোন। কনডেনসারে ময়লা থাকলে কম্প্রেসরে হাই টেম্পারেচার ও হাই প্রেশার তৈরি হয়। তাই ময়লা থাকলে পরিষ্কার করুন।
এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ হলে এসির ভেতরে হাই প্রেশার তৈরি হয়ে কম্প্রেসর ব্লাস্ট হতে পারে। তাই ব্লকেজ আছেকিনা পরীক্ষা করান।
কম্প্রেসরের লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ করলে হাই প্রেশার তৈরি হয়। তাই লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ করা যাবেনা।
কম্প্রেসরে প্রয়োজনীয় পরিমাণ রেফ্রিজারেন্ট না থাকলে ভেতরের তাপমাত্রা লিমিটের চেয়ে বেড়ে যায়। এতে বিস্ফোরণের আশঙ্কা থাকে।
সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করেছেন কিনা তাও নিশ্চিত হোন। এসব বিষয়ে অভিজ্ঞরা বলছেন,
ভালো মানের এবং সঠিক স্পেকের পাওয়ার কেবল ব্যবহার করুন। এসির কনডেনসার নিয়মিত পরিষ্কার রাখুন। কম্প্রেসরে হাই টেম্পারেচার ও হাই প্রেশার নিয়মিত পরীক্ষা করুন।
এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ আছে কি না, তা দেখুন। অভিজ্ঞ ও বিশ্বস্ত কোম্পানির টেকনিশিয়ান দিয়ে সব কিছু পরীক্ষা করান এবং দুর্ঘটনা এড়ান।
এর পাশাপাশি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি, কম্প্রেসর এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করুন। পুরোনো এবং নিম্নমানের অখ্যাত বা নকল ব্র্যান্ডের এসি এবং কম্প্রেসর কিনবেন না।#