
নুরুজ্জামান লিটন #
বেনাপোল ঘিবা সীমান্ত থেকে ১১ টি পিস্তল ২২ টি ম্যাগজিন ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা সহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। অস্ত্র গুলো এ সময় ভারত থেকে পাচার করে দেশের ভেতর আনা হয়েছিল।
শনিবার বিকেল ৫ টায় এক প্রেস বৃফিং এ বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবির একটি টহল দল বেনাপোলের ২ নং ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে অস্ত্র গুলো ও অপর একটি বস্তা থেকে ১ ৪ কেজি গাজা জব্দ করা হয়।
আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার সরবাঙ্গহুদা গ্রামের সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল বিশ্বাস (৩৪) ও একই গ্রামের সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)ও আজিবর রহমানের ছেলে সাজ্জুল ইসলাম (৩৫)
আটক অস্ত্র গুলো ভারতের পুনে তে তৈরী করা । নতুন চকচকা এ সসব অস্ত্র গুলো দেশে যে কোন নাশকতা কাজে ব্যবহার করা হতে পারে বলে বিজিবি জানায়।
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে পাচার করে আনার সময় ঘিবা সীমান্ত থেকে ১১ টি পিস্তল ২২ টি ম্যাগজিন ৫০ পিচ গুলি ও ১৪ কেজি গাঁজা সহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বিজিবি র জিঞাসাবাদে তারা জানান,দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ব্যবসায় জড়িত। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।