রোকনুজ্জামান রিপন #
যশোর-বেনাপোল সড়ক চার লেন করার দাবিতে যশোরে মানবন্ধন করেছে নাগরিক অধিকার আন্দোলন।সোমবার প্রেসক্লাব যশোরের সামনে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নাগরিক আন্দোলনের আহ্বায়ক মাস্টার নুর জালাল, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, অ্যাডভোকেট এনামুল হক, অধ্যাপক অখিল চক্রবর্তী, আহসান উল্লাহ ময়না, কামরুজ্জামান চৌধুরী, তাসলিমা ইসলাম নিপা, জাহিদুর রহমান গোলদার, বাদশা ফয়সাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যেকোন অঞ্চলের উন্নয়ন নির্ভর করে সেই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উপর। যশোর অঞ্চলের উন্নয়নের ধারা আরো বেগমান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়নে কাজ শুরু হয়েছে। যশোর-খুলনা, যশোর-মাগুরা ও যশোর-বেনাপোল সড়কে দুই লেনের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। প্রাথমিকভাবে যশোর-বেনাপোল সড়কের চার লেন করার জন্য ৩৩৮ কোটি টাকা বরাদ্দ ছিল। পরিবেশবাদীদের বাঁধার মুখে ঠিকাদার যেনতেনভাবে ২২৮ কোটি টাকার কাজ করেছে। প্রাচীন ও ভঙ্গুর গাছ কাটতে না দেয়ার কারণে নিন্মমানের রাস্তা তৈরি করা হয়েছে। যার খেসারত যশোরবাসীকে দিতে হচ্ছে। তাই অতিদ্রুত চারলেনের কাজ বাস্তবায়ন করতে হবে।