
সেলিম রেজা #
যশোরের শার্শা সীমান্তে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফ নিয়ে পালানো দুই মাদক ব্যবসায়ীকে ১৪ ঘন্টা অভিযানের পর আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০২ বোতল ফেনসিডিল ও তাদের সহযোগী আরো দুই জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার দুপুর ২ টায় ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার গোগা এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন, মাসুম বিল্লাহ, শামীম হোসেন, মামুন হোসেন ও শাহাবুদ্দিন মোড়ল। তাদের বাড়ি যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায়।
যশোরের নাভারন সার্কেল (এএসপি) জুয়েল ইমরান জানান, সোমবার ০৭ সেপ্টেম্বর রাতে গোঁপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা সীমান্ত এলাকায় দিয়ে মাদকের একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে দুই জন পুলিশ ছদ্দ বেশে অভিযান চালিয়ে ১০২ বোতল ফেনসিডিলসহ মাসুম বিল্লাহ ও শামীমকে আটক করে। এসময় তারা পুলিশকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতা নিয়ে সীমান্তের বিভিন্ন এলাকায় ১৪ ঘন্টা অভিযান চালিয়ে তাদের দুই জনসহ সহযোগী আরো দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।।