ইকবাল হোসেন #
উয়েফা নেশন্স লিগে রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। রাশিয়া বিশ্বকাপে হারের শোধ নয়, বরং ভাল খেলার দিকেই মনোযোগ ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচের। অন্যদিকে, নেশন্স লিগের প্রথম ম্যাচের মত এ ম্যাচেও জয়ের ছকই কষছে ফরাসিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) রাত পৌনে একটায়। একই সময় আরেক ম্যাচে লড়বে সুইডেন ও ইংল্যান্ড। কোয়ারেন্টিনের নিয়ম ভাঙ্গায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় এ ম্যাচে থ্রি লায়নদের হয়ে খেলতে পারবেন না ম্যাসনউড।
২০১৮ সালের ১৫ জুলাই। রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভেঙ্গে গুড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ফ্রান্স। মানজুকিচের আত্মঘাতী গোলের পর ক্রোয়াটদের বুকে পেরেক ঠুকে দিয়েছিলেন গ্রিজম্যান, পল পগবা ও এমবাপ্পেরা।
বিশ্বকাপের দুই ফাইনালিস্টের রোমাঞ্চকর সে দ্বৈরথ আবারো দেখার সুযোগ হচ্ছে ফুটবল প্রেমীদের। উয়েফা নেশন্স লিগে গ্রুপ এ থ্রির ম্যাচে আবারো মুখোমুখি হচ্ছে দু’;দল।
নেশন্স লিগে এবার শুরুটা প্রত্যাশিত হয়নি ফ্রান্সের। সুইডেনের সঙ্গে এমবাপ্পের গোলে কোনরকমে জয় পেয়েছে লেস ব্লুস। তিন পয়েন্ট নিয়ে গ্রুপে পর্তুগালের পরেই তাদের অবস্থান। নেশন্স লিগের গেল আসরটা ভাল কাটেনি ফ্রান্সের। তাই এবার বিশ্বচ্যাম্পিয়নের মতই সুইডেনের বিপক্ষে ফিরতে প্রস্তুত দেশম শিষ্যরা। তবে, ম্যাচের আগে নিয়মিত পরীক্ষায় কিলিয়ান এমবাপ্পের করোনায় আক্রান্তের খবরে বিপর্যস্ত সমর্থকরা। তার পরিবর্তে ডাকা হয়েছে মার্সিয়ালকে।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘আমাদের প্রথম ম্যাচটা ভাল হয়নি। এমবাপ্পে করোনায় আক্রান্ত হওয়াটা দুঃখজনক। ম্যাচের আগে এমন খবরের জন্য প্রস্তুত ছিলাম না আমরা। যাই হোক সব সমস্যা ভুলে আমাদের ভাল খেলতে হবে।’
এছাড়াও করোনার কারণে ছিটকে পড়েছেন পল পগবা এনডোমেরেলে। তবে, গ্রিজম্যান, মেন্ডি, র্যাবিওটরা সে শূন্যতা পূরণে ভূমিকা রাখতে মুখিয়ে আছেন।
প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার অবস্থাও যাচ্ছেতাই। প্রথম ম্যাচে পর্তুগালের কাছে হেরে ব্যাকফুটে আছে দল। তাই ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপে হারের প্রতিশোধ নয় বরং ম্যাচ জয়ের দিতেই মনোযোগ দালিচের।
ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেন, ‘ফ্রান্সের কাছে বিশ্বকাপে হারের কথা আমরা মাথায় রাখতে চাই না। আমাদের লক্ষ্য ঘুরে দাঁড়ানো। ওদের দলে বেশ কজন বিশ্বমানের ফুটবলার আছে। তাই সতর্ক হয়েই খেলতে হবে আমাদের।’
আরেক ম্যাচে, ডেনমার্কের বিপক্ষে লড়বে ইংল্যান্ড। আইসল্যান্ডের বিপক্ষে জয়ে শুরু হয়েছে সাউথগেটের দলের। ম্যাচের আগে হোটেলে নারী ঘটিত কেলেঙ্কারির জেরে দেশে ফিরে গেছেন ফোডেন ও ম্যাসনউড। এ নিয়ে বিব্রত পুরো দল। তবে, এসব ভুলে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে মনোযোগ দিতে চায় ইংল্যান্ড।