সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর প্রতিনিধি #

ভারতের উত্তর দিনাজপুরে গোয়ালপুকুর থানার নটুয়াটুলি ক্যাম্পের বিএসএফ’র গুলিতে বাংলাদেশি জেলে নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সফিকুল নামের ওই জেলের মৃত্যু হয়। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সফিকুল ইসলাম উপজেলার আমজানখোর ইউনিয়নের চোড়ইভাতি গ্রামের মোহাম্মদ আব্দুলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে আমজানখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকালু ডোঙ্গা জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দুপুরে সফিকুল ইসলামসহ কয়েকজন বেউরঝাড়ি সীমান্তের নাগর নদীতে মাছ ধরতে যায়। তখন ভারতের অভ্যন্তরে ৩৮৩/২ এস পিলার এলাকায় তারকাটার ওপার থেকে ভারতের উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার নটুয়াটুলি ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সফিকুল ঘটনাস্থল বাংলাদেশের অভ্যন্তরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে বিজিবি, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো: শহিদুল ইসলাম জানান, কি কারণে হঠাৎ এমন করে বিএসএফ গুলি ছুড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নাই। তবে সীমান্তে গুলি, হত্যা ও নির্যাতন বন্ধের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

মায়ের লাশ বাড়িতে রেখে কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী

দিনাজপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

দিনাজপুর প্রতিনিধি #

ভারতের উত্তর দিনাজপুরে গোয়ালপুকুর থানার নটুয়াটুলি ক্যাম্পের বিএসএফ’র গুলিতে বাংলাদেশি জেলে নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সফিকুল নামের ওই জেলের মৃত্যু হয়। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সফিকুল ইসলাম উপজেলার আমজানখোর ইউনিয়নের চোড়ইভাতি গ্রামের মোহাম্মদ আব্দুলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে আমজানখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকালু ডোঙ্গা জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দুপুরে সফিকুল ইসলামসহ কয়েকজন বেউরঝাড়ি সীমান্তের নাগর নদীতে মাছ ধরতে যায়। তখন ভারতের অভ্যন্তরে ৩৮৩/২ এস পিলার এলাকায় তারকাটার ওপার থেকে ভারতের উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার নটুয়াটুলি ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সফিকুল ঘটনাস্থল বাংলাদেশের অভ্যন্তরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে বিজিবি, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো: শহিদুল ইসলাম জানান, কি কারণে হঠাৎ এমন করে বিএসএফ গুলি ছুড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নাই। তবে সীমান্তে গুলি, হত্যা ও নির্যাতন বন্ধের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।