মতিয়ার রহমান #
টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করেছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করবে অস্টেলিয়া। তবে শুক্রবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফলাফল যাই হোক না কেন, ম্যানচেস্টারে তিনটি ম্যাচে মাঠে নামলেই ৪০ বছরের পুরোনো ইতিহাস ফিরিয়ে আনবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুদল।
করোনা মহামারির কারণে ইংল্যান্ড তাদের হোম সিরিজের সব ম্যাচ খেলছে ম্যানচেস্টার ও সাউদাম্পটনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে সাউদাম্পটনে। এবার তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে ওল্ড ট্র্যাফোর্ডে।
গত চার দশকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজে পর পর তিনটি ওয়ানডে ম্যাচ কখনো একই মাঠে খেলা হয়নি। শেষবার দুই দল ওয়ানডে সিরিজের সব ম্যাচ খেলেছিল মেলবোর্নে ১৯৭৯-৮০ মৌসুমে। অর্থাৎ, ৪০ বছর পর আবার সেই ছবি ফিরে আসতে যাচ্ছে।
সাউদাম্পটনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই ওয়ানডে সিরিজেও তারাই এগিয়ে থাকছে। গত বছর আইসিসি বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়ার ওয়ানডে রেকর্ড মোটেও খুশি করার মতো নয়। বিশ্বকাপের পর ৭টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমে মাত্র ২টিতে জয় তুলে নিতে পেরেছে অস্ট্রেলিয়া।শুক্রবার দুই দলের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho