নুরুজ্জামান লিটন#
আগামী বছরের মার্চে বার্সেলোনার নির্বাচন। স্প্যানিশ এ ক্লাবের নির্বাচনে বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের জমানার অবসান হলে মেসি আরও পাঁচ বছর খেলতে পারেন। এমন আশাই করছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রিভালদো।তিনি বলেছেন, আগামী নির্বাচনের ওপর নির্ভর করতে পারে বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ। মার্চে বার্সেলোনায় নতুন সভাপতি নির্বাচিত হলে মেসি সম্ভবত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
তিনি আরও বলেছেন, এই শহর মেসির সবকিছু। তার পরিবার সেখানে থাকা উপভোগ করে। সমর্থকরা তাকে খুব ভালোবাসে। এগুলোই তার থেকে যাওয়ার কারণ হতে পারে। সম্ভবত নতুন সভাপতি হলে, যিনি মেসির চাওয়াটা বুঝবেন এবং তাকে বোঝাতে পারবেন ক্লাব সঠিক পথে চলছে; উৎসাহী করতে পারবেন চুক্তি বাড়াতে।
বার্সেলোনার হয়ে ৭৩১টি অফিসিয়াল ম্যাচে ৬৩৪টি গোল করেছেন মেসি। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড অনায়াসে আরও পাঁচ বছর বার্সেলোনার হয়ে খেলতে পারবেন বলেও বিশ্বাস করেন ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত কাম্প ন্যুয়ে খেলা রিভালদো।
তিনি বলেছেন, মেসি বার্সেলোনাকে ভালোবাসে এবং বর্তমানের খেলোয়াড়রা শীর্ষ পর্যায়ে ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য যথেষ্ট ফিট। তাই আমার মনে হয় ৩৮ বছর বয়স পর্যন্ত মেসি তাদের হয়ে খেলবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho