খুলনা ব্যুরো #
খুলনায় ধর্ষণে অভিযুক্তদের বিচার ও বাড়িতে লাল পতাকা টানানোর দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তারা বলেন-৫ দিনে নগরীর খালিশপুর ও ডzমুরিয়ায় নারী শ্রমিকসহ তিনটি দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে; যা খুবই উদ্বেগজনক। এতে প্রমাণ হয়, নারীরা কোথাও নিরাপদ নন। ধর্ষণ, হত্যা ও নির্যাতন রোধে কঠোর আইন করতে হবে।’ কর্মসূচিতে নারী ও শিশু নির্যাতন আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান তারা।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগের নারী সেল’-এর আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে খুলনা বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুৎফুন্নাহার, জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন, কমিউনিস্ট পার্টির নারী সেলের আহ্বায়ক সুতপা বেদজ্ঞ, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, মহানগর জাসদ সভাপতি খালিদ হোসেন প্রমুখ।