শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দুর্নীতিবাজ কাউকে আওয়ামী লীগে স্থান দেওয়া হবে না’

সাজ্জাদুল ইসলাম সৌরভ #

আওয়ামী লীগের পদে থেকে যেসকল নেতা-কর্মী দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। যাদের কারনে দলের বদনাম হবে তাদের কোন স্থান আওয়ামী লীগে দেওয়া হবে না।’

রবিবার (১৩ সেপ্টেম্বর) পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এস.এম কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা-৪ আসনে সৎ ও যোগ্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান বিশ্বাসকে নির্বাচন করার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আগামীতে কোন দুর্নীতিগ্রস্থ নেতাকে মনোনয়ন দেয়া হবে না।

তিনি আরও বলেন, আগামীতে তৃণমূল থেকে উঠে আসা কর্মীদের সঠিক মূল্যায়ন করা হবে। দলের মধ্যে যারা গ্রুপিং করে স্বার্থ নেওয়ার চেষ্টা করবে তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আসন্ন ২৬ সেপ্টেম্বরে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ভোটের দিন ভোটাররা যেন কোন রকম বাঁধার সম্মুখীন না হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিতে হবে।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর অন্যতম সদস্য অঞ্জন চৌধুরী পিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোন্দকার গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউর রহিম লাল ও প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

দুর্নীতিবাজ কাউকে আওয়ামী লীগে স্থান দেওয়া হবে না’

প্রকাশের সময় : ১০:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

সাজ্জাদুল ইসলাম সৌরভ #

আওয়ামী লীগের পদে থেকে যেসকল নেতা-কর্মী দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। যাদের কারনে দলের বদনাম হবে তাদের কোন স্থান আওয়ামী লীগে দেওয়া হবে না।’

রবিবার (১৩ সেপ্টেম্বর) পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এস.এম কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা-৪ আসনে সৎ ও যোগ্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান বিশ্বাসকে নির্বাচন করার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আগামীতে কোন দুর্নীতিগ্রস্থ নেতাকে মনোনয়ন দেয়া হবে না।

তিনি আরও বলেন, আগামীতে তৃণমূল থেকে উঠে আসা কর্মীদের সঠিক মূল্যায়ন করা হবে। দলের মধ্যে যারা গ্রুপিং করে স্বার্থ নেওয়ার চেষ্টা করবে তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আসন্ন ২৬ সেপ্টেম্বরে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ভোটের দিন ভোটাররা যেন কোন রকম বাঁধার সম্মুখীন না হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিতে হবে।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর অন্যতম সদস্য অঞ্জন চৌধুরী পিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোন্দকার গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউর রহিম লাল ও প্রমুখ।