মো: মতিয়ার রহমান #
আগামী ১৭ সেপ্টেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। বিজিবি সদর দপ্তরে ওই দিন বেলা পৌনে ১১টায় এ সম্মেলন শুরু হবে।
পরবর্তীতে আগামী ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের সীমান্ত সম্মেলন শেষ হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এবং বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার (আইপিএস) নেতৃত্বে ৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করবে।‘