আব্দুল লতিফ #
করোনা পরিস্থিতির কারণে গত ছয়মাস খালেদা জিয়ার পরিবার তার কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। সেই বিবেচনায় তার মুক্তির মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছয়মাস মুক্তির মেয়াদ বাড়ানো হলেও মুক্তির ক্ষেত্রে আগে যেসব শর্ত ছিলো সেগুলো অপরিবর্তিত রয়েছে। আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার পরিবার থেকে আসা আবেদনে অনুমোদন দেন।’
এর আগে খালেদা জিয়ার সাজা স্থগিত করে গত ৩ সেপ্টেম্বর শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ আরও ছয়মাস বাড়ানোর সুপারিশ করে আইন মন্ত্রণালয়। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আরও ছয়মাসের জন্য মুক্ত জীবন-যাপন করবেন খালেদা জিয়া। ৭৫ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজা’য় রয়েছেন।