মিলন হোসেন #
বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ভারত থেকে পাচার হয়ে আসা ৪ হাজার ৬৮০ পিস ইনজেকশন আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরের দিকে পুটখালির পূর্বপাড়া এলাকা থেকে ইনজেকশনের চালানটি আটক করা হয়। অভিযানে কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আটক ইনজেকশনের মূল্য ৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।
২১ বিজিবি পুটখালী ক্যাম্প’র সুবেদার আউয়াল হোসেন জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ইনজেকশন পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ৪৬৮০ পিস ভারতীয় Cholecalciferol Injection আটক করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই পালিয়ে যায় চোরাচালানীরা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।