মো: ইদ্রিস আলী #
বেনাপোল পোর্ট থানার আবাসিক এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- অগ্রভুলাট গ্রামের আবুল কালামের ছেলে আবু সাঈদ (২২) ও ভবারবেড় গ্রামের হাওলাদারের ছেলে মাসুদুর রহমান (২৫)।যশোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযানিক দল বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।