বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মিথ্যা ঘোষনায় আমদানি করা মটর ফ্যানের বিশাল চালান আটক পানগাঁও কাস্টম হাউসে

ইকবাল হোসেন #  পানগাঁও কাস্টম হাউসে ঘোষণার তিনগুণ অতিরিক্ত মটর ফ্যান জব্দ । ঘোষণা ছিল ১৩ হাজার ৪৮৩ কেজি পণ্য। কিন্তু কায়িক পরীক্ষা পাওয়া গেছে ৪২ হাজার ৩৭২ কেজি পণ্য। রাজস্ব ফাঁকি দিতে আমদানির প্রায় তিনগুণ কম পণ্য ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অতিরিক্ত মটর ফ্যানের এমন একটি চালান আটক করেছে পানগাঁও কাস্টম হাউস। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কায়িক পরীক্ষায় ঘোষণা অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। একাধিক কর্মকর্তা শেয়ার বিজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, রাজধানীর আমদানিকারক এন রায়হান প্লাস্টিক কোম্পানি। প্রতিষ্ঠানটি মটর ফ্যান ঘোষণা দিয়ে ২০ সেপ্টেম্বর সিএন্ডএফ এজেন্ট মেসার্স মাহি অ্যান্ড লামিয়া ট্রেডার্স’র মাধ্যমে বিল অব এন্ট্রি দাখিল করে। প্রতিষ্ঠানটি পণ্যের ওজন ঘোষণা দেয় ১৩ হাজার ৪৮৩ কেজি। যার শুল্ককর ১৫ লাখ ১৩ হাজার ৮১ টাকা। কিন্তু কমিশনার মোবারা খানমের নিকট গোপন তথ্য ছিল যে প্রতিষ্ঠানটির কন্টেইনারে ঘোষণার চেয়ে তিনগুণ বেশি পণ্য রয়েছে।

কর্মকর্তারা আরও জানান, কমিশনারের নির্দেশে কর্মকর্তারা চালানটি কায়িক পরীক্ষা করেন। এতে দেখা যায়, কন্টেইনারে মটর ফ্যান রয়েছে ৪২ হাজার ৩৭২ কেজি। যার শুল্ককর ৪৭ লাখ ৫৫ হাজার ৪৭ টাকা। অর্থাৎ ঘোষণার চেয়ে ২৮ হাজার ৮৮৯ কেজি বেশি পণ্য পাওয়া যায়। যাতে ৩২ লাখ ৪১ হাজার ৯৬৫ টাকা শুল্ককর জড়িত। সিএন্ডএফ এজেন্টের সহায়তায় আমদানিকারক প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দিতে আমদানির চেয়ে প্রায় তিনগুণ কম পণ্য ঘোষণা দিয়েছে।

যা কাস্টমস আইন ও এনবিআরের আদেশ অনুযায়ী, আমদানির চেয়ে কম ঘোষণা দেওয়ায় অতিরিক্ত পণ্যের উপর দ্বিগুণ জরিমানার বিধান রয়েছে। ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটি এর আগে একই কায়দায় রাজস্ব ফাঁকি দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান কাস্টমস কর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

মিথ্যা ঘোষনায় আমদানি করা মটর ফ্যানের বিশাল চালান আটক পানগাঁও কাস্টম হাউসে

প্রকাশের সময় : ০৯:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

ইকবাল হোসেন #  পানগাঁও কাস্টম হাউসে ঘোষণার তিনগুণ অতিরিক্ত মটর ফ্যান জব্দ । ঘোষণা ছিল ১৩ হাজার ৪৮৩ কেজি পণ্য। কিন্তু কায়িক পরীক্ষা পাওয়া গেছে ৪২ হাজার ৩৭২ কেজি পণ্য। রাজস্ব ফাঁকি দিতে আমদানির প্রায় তিনগুণ কম পণ্য ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অতিরিক্ত মটর ফ্যানের এমন একটি চালান আটক করেছে পানগাঁও কাস্টম হাউস। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কায়িক পরীক্ষায় ঘোষণা অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। একাধিক কর্মকর্তা শেয়ার বিজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, রাজধানীর আমদানিকারক এন রায়হান প্লাস্টিক কোম্পানি। প্রতিষ্ঠানটি মটর ফ্যান ঘোষণা দিয়ে ২০ সেপ্টেম্বর সিএন্ডএফ এজেন্ট মেসার্স মাহি অ্যান্ড লামিয়া ট্রেডার্স’র মাধ্যমে বিল অব এন্ট্রি দাখিল করে। প্রতিষ্ঠানটি পণ্যের ওজন ঘোষণা দেয় ১৩ হাজার ৪৮৩ কেজি। যার শুল্ককর ১৫ লাখ ১৩ হাজার ৮১ টাকা। কিন্তু কমিশনার মোবারা খানমের নিকট গোপন তথ্য ছিল যে প্রতিষ্ঠানটির কন্টেইনারে ঘোষণার চেয়ে তিনগুণ বেশি পণ্য রয়েছে।

কর্মকর্তারা আরও জানান, কমিশনারের নির্দেশে কর্মকর্তারা চালানটি কায়িক পরীক্ষা করেন। এতে দেখা যায়, কন্টেইনারে মটর ফ্যান রয়েছে ৪২ হাজার ৩৭২ কেজি। যার শুল্ককর ৪৭ লাখ ৫৫ হাজার ৪৭ টাকা। অর্থাৎ ঘোষণার চেয়ে ২৮ হাজার ৮৮৯ কেজি বেশি পণ্য পাওয়া যায়। যাতে ৩২ লাখ ৪১ হাজার ৯৬৫ টাকা শুল্ককর জড়িত। সিএন্ডএফ এজেন্টের সহায়তায় আমদানিকারক প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দিতে আমদানির চেয়ে প্রায় তিনগুণ কম পণ্য ঘোষণা দিয়েছে।

যা কাস্টমস আইন ও এনবিআরের আদেশ অনুযায়ী, আমদানির চেয়ে কম ঘোষণা দেওয়ায় অতিরিক্ত পণ্যের উপর দ্বিগুণ জরিমানার বিধান রয়েছে। ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটি এর আগে একই কায়দায় রাজস্ব ফাঁকি দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান কাস্টমস কর্মকর্তারা।