কুমিল্লা প্রতিনিধি #
কুমিল্লার আখাউড়া বন্দর উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী উপায় নিয়ে বুধবার সকালে স্থলবন্দর, বিজিবি, পুলিশ, সিএন্ডএফ, আমদানিকার ও রপ্তানিকারক সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী। সভায় অংশীজনরা বলেন, সীমান্তে চালু বহু বন্দরের চেয়ে আখাউড়া-ত্রিপুরার সক্ষমতা বেশী। প্রচুর পণ্য রপ্তানি হয় এ বন্দর দিয়ে। ইমামি লি: এর মতো ত্রিপুরার বহু ফ্যাক্টরির উৎপাদিত পণ্য কোলকাতা ও অন্য পোর্ট দিয়ে আমদানি হয়ে বাংলাদেশে আসে। আখাউড়া দিয়ে এলে খরচ কমে যেত।
সকল সংস্থা মিলে এক মাসের মধ্য নিজ নিজ করণীয় ঠিক করবে। আখাউড়া দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে। শুভকামনা আখাউড়ার সকল বণিক ও অংশীজন।