সাজেদুর রহমান #
নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় থাকলে ভারত ও পাকিস্তান মধ্যকার দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ সম্ভব হবে না বলে মনে করেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের সিরিজ প্রসঙ্গে আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তারকা এই অলরাউন্ডার বলেন, “পাকিস্তান সরকার সব সময় প্রস্তুত। কিন্তু বর্তমান ভারত শাসনের সময় দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের (পাক-ভারত সিরিজের) কোনো সম্ভাবনা নেই। মোদিকে ক্ষমতায় রেখে এমনটা হবে বলে আমি মনে করি না।”
আইপিএল প্রসঙ্গেও কথা বলেছেন আফ্রিদি। তাতে অংশ না নিতে পারাটা পাকিস্তানি ক্রিকেটারদের জন্য হতাশার বলে মনে করেন ‘বুম বুম’ খ্যাত এই ক্রিকেটার।
“আইপিএল বিশ্ব ক্রিকেটের বিরাট বড় একটা ব্র্যান্ড। আর সেখানে খেলার বিষয়টি বাবর আজমসহ অন্যান্য ক্রিকেটারদের জন্য দারুণ একটা সুযোগ। চাপের মুখে নিজেকে মেলে ধরা, অন্যান্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা। সব মিলিয়ে আমার মনে হয় পাকিস্তানি ক্রিকেটারদের বড়সড় একটা সুযোগ হাতছাড়া হচ্ছে।”
ভারতে থাকা নিজের ভক্ত-অনুরাগীদের প্রসঙ্গে আফ্রিদি বলেন, “সন্দেহ নেই আমি ভারতের মাটিতে ক্রিকেট দারুণ উপভোগ করেছি। ওদেশের অনুরাগীদের থেকে যা ভালোবাসা আমি পেয়েছি সেটাকে সব সময় সম্মান করি। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আমি ওদেশের অনুরাগীদের মেসেজ পাই, আমিও তাদের রিপ্লাই করি। সব মিলিয়ে আমি মনে করি ভারতের মাটিতে আমার সামগ্রিক যা অভিজ্ঞতা সেটা দুর্দান্ত।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho